(ভালোবাসা)
আলগা খোপা--আকর্ষিত হই
চোরা চাউনি---অভিভূত রই,
ছুঁয়ে দিতেই--
                   শরীর জুড়ে ঝড়,
বেঁধে নিলাম--ভালোবাসার ঘর!
                             (শুভদৃষ্টি)
দেখা শুধু চোখে নয়
দেখা মনে মনে---
একে অপরকে বেঁধে নিই
বিবাহবন্ধনে!
                            (ফুলশয্যা)
হাজারো ফুলের মাঝে,
একটি ফুলসম মুখ
              ঢাকা ঘোমটায়--
আমাকে ডেকে নেয় ইশারায়
                বিলোল শয্যায়!
                            (সংসার)
আমরা দুজন-----------
একদা ছিল সুখী গৃহকোন!
এখন শুধু নষ্ট স্মৃতি
বসে আছি আকড়ে ধরে,
সাদামাটা লোক
       থাকি দুঃখের ঘরে!
আশায় আশায়----
যদি কোনোদিন সুখ এসে
                  হাত ধরে!