কবিতা স্বভাবজাত কাজেই কোনো ব্যাকরন এর উন্নতি
করতে পারে বলে মনে হয় না!তাছাড়া সেই চিরন্তন সত্য--'কবি কবির মতন আর পাঠক পাঠকের মতন--
উভয়েই স্বাধীন!' কবিকে নিজেই ভাবতে হবে কিভাবে
উপস্থাপনাকে আরো হৃদয়গ্রাহী করা যায় আর এই ভাবেই
কবিতার মান উন্নত করা সম্ভব!
কবিতা স্বভাবজাত কাজেই কোনো ব্যাকরন এর উন্নতি
করতে পারে বলে মনে হয় না!তাছাড়া সেই চিরন্তন সত্য--'কবি কবির মতন আর পাঠক পাঠকের মতন--
উভয়েই স্বাধীন!' কবিকে নিজেই ভাবতে হবে কিভাবে
উপস্থাপনাকে আরো হৃদয়গ্রাহী করা যায় আর এই ভাবেই
কবিতার মান উন্নত করা সম্ভব!
আলোচনাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this alochona.
এখানে এপর্যন্ত ১৫টি মন্তব্য এসেছে।
অন্যের কবিতা পড়তে হবে ,তাকে নিয়ে ভাবতে ভাবতেই ...........।
বাধিত হলাম।
যে কোনো ভাষায় লিখতে গেলে ব্যাকরণ মেনে চলাই উচিত,এটা অনস্বীকার্য।তবে কবিতাকে পাঠকের হৃদয়গ্রাহী করার জন্য কবিকে কখনও বা ব্যাকরণের লক্ষ্মণরেখা পেরোতে হয়।যেমন কবিগুরুর রচনায় এজাতীয় আর্ষপ্রয়োগের বহুল উদাহরণ আছে।একটি গানে যেমন তিনি "শাসন" শব্দটির সঙ্গে "ত্রাসন" শব্দ মিলিয়েছিলেন,যেটি,সম্ভবতঃ আমার সীমিত জ্ঞান অনুযায়ী প্রকৃত অর্থে ব্যাকরণসম্মত শব্দ নয় ।
আমি মানছি এখন সেই "পাণিনি"-র যুগ নেই ।
তবুও কবিতা লেখার জন্য কিছু তো জানা উচিৎ
তা না হলে তো সব যে কি হলো তা যিনি লিখেছেন তিনিই বা বুঝবেন কি করে?
ক্ল্যাসিক সঙ্গীতে তালিম নেওয়া গায়ক পরবর্তীতে যে কোন ধরণের গানে শ্রোতাদের মুগ্ধ করতে পারে।তাই কবিতার প্রাথমিক নিয়ম-কানুনগুলো জেনে রাখা ভাল,সাঁতার শেখার পর নিজের ইচ্ছেমত স্টাইলে ভেসে এগিয়ে যেতে কোন অসুবিধে নেই, কোন অনুশাসনে কবিতাকে বেঁধে রাখতে হবেই এমন কোন কথা নেই।তবে, বানান, শব্দের অর্থময়তা এবং বাক্যবিণ্যাসেও যতটা সম্ভব ব্যাকরণ মেনে চলা ভাল।তবে তুমি সম্ভবত আক্ষরিক অর্থে 'ব্যাকরণ' কথাটার উল্লেখ করোনি।বলতে চেয়েছো ছান্দিক ও গঠনগত অনুশাসনের কথা। সে ক্ষেত্রে আমি তোমার সঙ্গে একমত।
ব্যকরণ কবিতার উন্নতি করতে না পারলেও, ব্যকরণের ব্যত্যয় কবিতার ক্ষতিসাধন করে। কবির স্বাধীনতা তার চিন্তার, কল্পনার, দেখার, বর্ণনার - কিন্তু ভাষার ব্যকরণ ভঙ্গের নয়। যে যে ভাষাতেই কবিতা লিখুন না কেন, সেই ভাষার ব্যকরণ তাকে মেনে চলতেই হবে। রবিঠাকুর, শেক্সপীয়রদের কথা আলাদা, সবাই তো আর তা নন!
ঠিক।
তবে, কবিতা নিজস্ব কিছু নিয়মে চলে, যদিও কবি বন্ধনহীন
Apnar mulloban kotha valo laglo.
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.