(বৃষ্টিজল সংরক্ষন তথা পরিবেশ আর প্রাকৃতিক সম্পদ আরক্ষন)


অনেকদিন ধরে আমরা একাকী
ঘরছাড়া মানুষের মতন,
            হারিয়েছি ঔদার্যবোধ!
পারস্পরিক বিশ্বাসের মজবুত সাঁকোটা
                           ঘুনধরা নড়বড়ে
             কে জানে কখন ভেঙে পড়ে?
মাটির দাওয়ার শতচ্ছিন্ন মাদুরে
সর্বহারা বালিশ-কাঁথায়
হেলাফেলায় পড়ে আছে পাড়াগাঁর শৈশব!
এখনো সাঁঝবেলায় হাস খেলা করে
পুকুরের অমলিন জলে,
অলক্ষ্যে কখন বৃষ্টি ঝরে পড়ে
                   ভাঙা বুকের চত্বরে,
আর তা এত করুণাঘন
যে আমরা বৃষ্টিধারায় আকীর্ণ হয়ে
                   ঘুমিয়ে পড়ি স্বপ্নে!
যতদিন বৃষ্টি আসে--তাকে ভালোবাসো
মৃদু কারুকাজ করা পাত্রে ধরে রাখো
আগামী স্বপ্নের সম্ভাবনায়................


(বরষার আয়োজন)