ভাঁটার টানে জল সরে যায়
ভিজে বালি মুখ তুলে চায়
আকাশে----এখন ভর দুপুরবেলা!


নানারঙের ঝিনুক, বাচ্চা শঙ্খের
কারুকাজে ভরা বালিয়াড়ি,
ধু ধু নীল মেঘে------
       ঘোমটা দেওয়া সাগরবেলা!


এই জাগতিক সৌন্দর্যের মাঝে
এসো মেতে উঠি নির্দোষ খেলায়,
যতক্ষন না জোয়ার এসে
         ভিজিয়ে দেয় অবলীলায়!


নাগরিক জীবনে মেতে থাকি দেওয়া-নেওয়ায়
বছরের কটা দিন-----
সমুদ্র আমাদের সারল্য ফিরিয়ে দেয় সাগরবেলায়!