(নাইজেরিয়ার বিশিষ্ট কবি গ্যাব্রিয়েল ওকারা'র কবিতার বাংলাভাষায় ব্যঞ্জনার প্রয়াস....................)
জান ছেলে-----এক সময়
মানুষ দিল খুলে হাসতো
চোখেও তার ঝলক দেখা যেত!
এখন তারা দেঁতো হাসি হাসে,
শীতল কঠিন দৃষ্টিতে--
ছায়ার পেছনে কিছু খোঁজে!
সেই সময়--
হৃদয়ের উষ্ণতা দিয়ে--
লোকে হাত মেলাতো
এখন হাত মেলায়--
লেনদেনের ভাবনায়--
মুখে বলে--'তোমার জন্যে অবারিত দ্বার'
একবার কিম্বা দুইবার--
তৃতীয়বার চোখের সামনে দরজা বন্ধ করে দেয়!
এখন আমরা শিখে গেছি
দেঁতো হাসি হাসতে--
হৃদয়হীন হয়ে হাত মেলাতে,
যে কোনো অছিলায় সঙ্গ থেকে রেহাই পেতে
খুশী না হয়েও--'খুব খুশী হলাম' বলতে
এমনকি চরম বিরক্ত হয়েও
আপনার সাথে কথা বলে কি খুশী হলাম
এই ভাব দেখাতে---
সত্যি বলছি ছেলে-- আমি এসব শিখতে চাই নি
এখনকার নকল হাসি হাসতে চাই নি!


ও ছেলে--আমাকে শেখাও
সেই অমলিন হাসি
ঠিক তোমার মত ঋজু,
আর তাই শিখে আমি ঋদ্ধ হয়ে যাই...............