(সদ্য যুবতী)
আপেল আপেল লাল গাল
রোদ্দুরের চুমুতে--
নুনের মত গলছে!
বুটিকের কাজ করা ব্লাউজ
যেন বাঁধন ভাঙতে চাইছে,
খোলা পিঠ--
যেন নিটোল ক্যানভাস
স্পর্শ অভিলাষী--
মনে হয় রোদ্দুরের মোম
ঘষে দিই--
লজ্জাবনত মুখে--


খা খা দুপুরের স্বপ্ন যুবকের চোখে........
                          (সময় চুরি)
চোখ--
কিছু পেলে--আনন্দে নাচে
না পেলেই--ভিজে যায়,
যান্ত্রিক জীবন--ছকে বাঁধা
মিছিমিছি চোখের জলে হাবুডুবু খায়--
সময় চুরি করে--
জীবনকে লিখি কবিতায়--
অবলীলায়.......
সময় চুরি কি সার্থক হয়?