(ঈপ্সা)
বাঁচতে বাঁচতে জীবন--কঠিন
ঢাকতে ঢাকতে শরীর--বে-আব্রু
ভেতর ভেতর ঈপ্সা--মাথা চাড়া দেয়
জ্বলতে জ্বলতে যৌবন--মোমের মতন
                    গলে গলে নিভে যায়!
                               (পুকুর)
নগরপিতার ইচ্ছা--
পুকুর ভরাট হবে
দেমাকে দাঁড়াবে বহুতল
আমাদের আত্মীয় হবে
পেন্ট হাউস ফ্লাটের
           বাথটবের জল,
ডাহুকের দুচোখ জুড়ে
অবহেলে পড়ে থাকা
পুকুরের জল--ব্যথায় নিশ্চল!
                             (অনুমেয়)
লিখতে বসে ভাবি--
কি লিখবো--অন্যের বলা কথাটাই,
কি দরকার পুনরাবৃত্তি করে?
এসো পাঠক--
তার চেয়ে বরং কথা বলি--মনের সুখে,
পাঠক হেসে বলে--
'যা বলা হয়--
তার চেয়ে অনেক কথা
না বলা থেকে যায়'
যদি পারো লেখো-- সেইসব নাবলা
অনুমেয়..................................