(হিন্দি কবিত্রী কুমারী খুশবু গুপ্তা'র--'আজ ফির' কবিতার বাংলাভাষায় রূপান্তর)


প্রিয় দেশ--
আজ আর এক জন্মদিন তোমার
প্রত্যেক বাড়ির মাথায় মাথায়
গাড়ির বনেটে বনেটে--
পতপত করে উড়ছে তেরঙা!
এই শুভদিনে--
মেয়েটি সেজেছে নাকি তাকে সাজানো হয়েছে
বড় মনোযোগে--
যদি 'নির্বাচিত' হয় দৈববশে!
আজ আবার সে 'পরখ' হবার মুখোমুখি,
পাষাণমূর্তি'র মত সে বসে থাকবে
আর কয়েকজোড়া চোখ নাচবে
তার শরীরের আনাচে কানাচে--
প্রদর্শিত হবে তার হস্তকলার নিপুনতা
বর্ণিত হবে তার রন্ধনপ্রক্রিয়ার গুনাবলী,
আর শেষমেষ সে 'অস্বীকৃত' হবে!
আকারে-ইঙ্গিতে সে বুঝে যাবে
আপ্তজনের কাছে সে এক অসহ্য বোঝা--
চোরা চোখের জলে সে আদ্র হবে,
তার কান শুনবে--
অবহেলার সেই তুচ্ছ শব্দ 'বেচারী'!
আর চিরন্তন নিয়মানুযায়ী--
আবার সে 'পুনরায় প্রদর্শিত'
হবার অপেক্ষায় দিন গুনবে!
ভাবছি--আমরা সত্যি কি স্বাধীন হয়েছি?
কেউ যেন চেঁচিয়ে বললো--কেন হইনি?
দেখুন আমাদের হাতের মুঠোয়--
'মেসেজ, টুইটার,ফেসবুক'
শুধু পায়ে বেড়ির মত--
বিবাহহেতু 'মেয়ে দেখানো'র কূপ্রথা--
দেখি--
তেজ হাওয়ায় তেরঙা উড়তে উড়তে কাঁদছে
ব্যথায়....................