শব্দগুচ্ছ মুঠোয় ভরি
কবিতা লিখবো বলে,
মৃদু চাপ দিয়ে করতলে
শব্দেরা মিশে যায় কোলাহলে--
একটু পরে--
ধুলো পায়ে ফিরে আসে
সাথে নিয়ে সমাজের আর্তকুৎসিত চীৎকার--
কানে বাজে প্রচুর ডেসিবলের শব্দসম্ভার
ফেটে পড়ি চেতন বেদনার কৃষ্ণচূড়ায়--
শুরু হয়--কবিতার তীর্থযাত্রা
আমি শুধু পথিকমাত্র.........