(আসরের সব কবিবন্ধু আর পাঠককে জানাই শারদীয়া
প্রীতি ও শুভেচ্ছা--দুর্গতিনাশিনীর কাছে প্রার্থণা করি--
সবার মঙ্গল হোক)
                                (১)
আমি যতটা কেয়ার ফ্রি
তুই ততটাই কেয়ারিং
নিজেকে নিবিড় করে দেখাবো বলে
বাঁধন খুলে--
দিগন্তে বসে রই.........
                               (২)
মাপা হাসি--
মাপা চলনবলন--
যথার্থ অভিজাত আচরণ,
সবকিছু মিথ্যে হয়ে যায়
যখন সামনে দাঁড়ায়
হাঘরে মরণ...........
                              (৩)
সস্তার প্রেমপত্র--পোষ্টকার্ড
একদিকে লেখা--
অপরদিকে ছবি আঁকা
প্রেমিকা কিন্তু দামী
নাম--চিত্রলেখা--
                             (৪)
প্রতিশ্রুতি দেয় ব্যবসায়ী
সম্পর্ক ভালোবাসা দেয়
অধিকারের একটু জোর জবরদস্তি
প্রজাপতিকেও মুঠোয় বেঁধে নেয়!
                            (৫)
চিরন্তন ভাঙনের অপেক্ষায়
শব্দেরা বসে রয়
নিভৃতে,সাঁঝবেলায়--
শব্দেরা ভারি আদুরী
না সামলালে,
ঘর ভেঙে যায়--