ভাঙা কল থেকে টুপটুপ করে জল ঝরছে
কেউ শুনেও শুনছে না
এইভাবে ভাঙা কলের অশ্রুপাত
ব্যর্থ হয়--
বিষাদময় কান্নার শব্দ
ঝরে পড়া পাতার শব্দ
কেই বা শুনতে চায়?
অথচ কতসব শ্রুতিমধুর শব্দের ঝঙ্কারে
বাতাস সমৃদ্ধ হয়--
যারা শুনেছে কাব্য সেতারের সুর
তারা শ্রুতিকটু শব্দের উৎস এড়িয়ে যায়,
না শোনার ভান করে কান--
শুধু নান্দনিক শব্দের জন্য উৎকীর্ণ রয়!
ভালোমন্দ শব্দেরা আছে বলেই
শব্দদূষনের এই ধুসর পৃথিবীতে বাঁচা সম্ভব হয়.....



গদ্যের পদ্যরূপ..............
কৃতজ্ঞতাঃ সায়ন্তনী পূততুন্ড