(আপ্তজন)    
মাথা গুজে কাজ করে যায়
সারাদিনে কতবারই বা মানুষ
আকাশের দিকে চায়?
খোলা আকাশ কতটা উদার
তা শুধু মুক্ত বিহঙ্গ
আর বসন্ত বাতাস জানে,
মেহনতী মানুষ
মাটিকেই আপ্তজন মানে!
জীবনের সাথে আর জীবনের পরেও
বিশ্বাসী মাটি সাথ দেয় অবলীলায়......
                              (জনম)
কবি গেছেন প্রবাসে--
শব্দগুলো ভারি উদাস
দুষ্টু ছেলের মত
অভিমানে মগ্ন হয়ে আছে,
কবি এসে
তাদের সাজিয়ে দিতেই
আনন্দে বিহ্বল হয়ে
লাফিয়ে পড়লো ঘাসে,
আর অমনি--
একটা ঘাসফুল কবিতার জনম হলো
সুবাস ছড়িয়ে বাতাসে!