(১)
মুখ যেন কুলুঙ্গির তালা
খুললেই বোঝা যায়
ভেতরে সোনাদানা না ছাইপাঁশ?
                                (২)
চোখ জরিপে ওস্তাদ
নারী শরীরের
চড়াই উতড়াই মাপে
কিছু পাবে নে জেনেও
অনেক কিছু ভাবে--
                                (৩)
হাত ছিঁড়ে কুটিকুটি করে
বিরোধে মুঠিবদ্ধ হয়
আগুন জ্বালায়--
আবার কাব্য লেখে
নিরালায়...
                               (৪)
মন সতত যাযাবর
আজ এখানে কাল সেখানে
ভালোবাসায় বেঁধে নিলে
নিস্বঃ হয়ে--
সবকিছু বিলিয়ে দেয়!



বিঃদ্রঃ--কিছু হিন্দি প্রবাদের বাংলা পদ্যে রূপায়ণ......