(১)
মুখ যেন দীঘির নিথর জল
লাবন্যে টলটল
টোকা দিলেই
উপচে পড়বে
ভালোবাসার পাড়ে--
                                (২)
চোখ দীঘল দীঘল
যেন বটপাতার আবডাল ছায়া
হৃদয়ের সবটুকু দেখে নেয়
নিমেষে........
                                (৩)
হাত ধরে আছে পবিত্রতা
সাজিয়েছে নিপাট সংসার
পুরো সংসারটাই মধুময়
হাতযশের মহিমায়-----
                               (৪)
মন শুধু কেমন কেমন
জানে মননের নিবিড় অনুভুতি
বোঝে শুধু ভালোবাসা
নয় স্তুতি--



বিঃদ্রঃ--কালকের কবিতার পরিপূরক........গুজরাটি কবিতার বাংলায় রূপায়ণ.......