(১)
সাদা থান যেন জ্যোৎস্নায় ধোঁয়া                                    
আঁচলে বাঁধা ঘন কুয়াশা
ওপরে খোলা আকাশ
পায়ের তলায় ঝুরোমাটি
অকাল বিধবার--' কি বা দিন কি বা রাত্রি '!
                                           (২)
কাকভোরে আজানের সুর
মন্দিরে মন্দিরে প্রভাতী ঘন্টাধ্বনি
গির্জায় গির্জায় সান্ধ্যকালীন রিঙ্গিং বেল
সৃষ্টিকর্তার উপস্থিতি জানায়!
এই ধ্বনি গুলোর এতই মাধুর্য
যে মূহুর্তেই স্বার্থপর মানুষের
' হৃৎকমলে ধুম লেগে যায় '!
                                         (৩)
আলুথালু পোষাকে
কাজের মেয়ে ঘর মুছছে
ঘরের মালিকের চোখ
তার শরীরের আনাচে কানাচে ঘুরছে
পেলে এক্ষুনি খায়
শুধু প্রতিষ্ঠার ভয়,
মেয়েটা ভাবছে
চিড়িয়াখানার বাঘ বাঁধা
মানুষ বাঘ বাঁধনহারা
যদি বেআব্রু করে দেয়--
পোষা কাকাতুয়াটা বলছে,
' কি উপায়--কি উপায়
পেটের দায়--পেটের দায় '!




বিশেষঃ- উদ্ধৃতিগুলো ভাবের সামঞ্জস্য রাখার জন্য ব্যবহৃত!