( অবস্থানগত ভূমিকা অনুযায়ী দুর্বলতার সুযোগে অত্যাচার তথা স্বেচ্ছাচার এর পরিণাম
  নাকি বহুকথিত অভিশাপ --তারই ব্যঞ্জনায়...............)


বিবাহবার্ষিকী তে সোনার গয়না চাইলে
ঝুটা আশ্বাস দিলাম--
দূর্গাপুজোয় বাপের বাড়ি যেতে চাইলে
পুজোগন্ডার দিনে নিজের বাড়িতে অনুপস্থিত থাকবে?
এই প্রশ্নে আটকে দিলাম--
হাতখরচ বাবদ কিছু পয়সা চাইলে
এ মাসে অনেক খরচ বলে এড়িয়ে গেলাম--
দশমীর দিনে
বন্ধুবান্ধবের সাথে মদ্যপান পার্টির কথা জেনে
মুখ গোঁজ করলে
চোখ লাল করে ধমক দিলাম,
তবুও কান্নাকাটি, চেঁচামেচি
মেজাজ গরম হয়ে গেল,
দু-চার ঘা লাগিয়ে দিলাম--
এইভাবে " বারো মাসে তেরো পার্বন " এর মত স্বেচ্ছাচার করলাম!


তারপরে কি যে হলো--
লোকে বলে--আটপৌরে মেয়েটার ত্রিনয়ণ জ্বলে উঠেছিলো
আর ঘরের মেঝেয় একরাশ ছাই পড়ে ছিলো--
আমি তখন অনন্তে...............