( যাদের মা বেঁচে আছেন তারা ভাগ্যবান--যাদের নেই তারা অভাগা--আমিও অভাগা,মাকে নিয়ে আমার অনেক কবিতা--মার প্রশ্ন একটাই সবার জন্যে)


কাকভোরে--
ও  খো----ক----ন......
ছেলেকে ডাকছে--
ঠোঁটে যেন সঙ্গীত বাজছে,
মা কালীর পট এর সামনে
ও ঠাকুর................
ছেলের মঙ্গল প্রার্থণা,
চোখে একরাশ করুণা
হাতে বরাভয়..........
মার মতন কেউ কি হয়----কেউ কি হয়?


ঘুম ভেঙে যায়
খুঁজি মা কোথায়--মা কোথায়--
দূর থেকে ভেসে আসে ক্ষীন স্বর
হ্যারে খোকা
'মা দিবস' এর দিনেই কি শুধু
মাকে মনে পড়ে যায়?


মা অনন্তে উত্তরের প্রতীক্ষায়..........