( মা-মা ডাক)
মা-মা ডাক
মা মনে রাখে
' আয় সোনা কোলে আয়'
ছেলে ভুলে যায়--
মা তো চিরদিন থাকে না
শুধু তাঁর স্মৃতি
অশ্রুজল বনে
চিবুক ছুঁয়ে যায়......
                                    
                                        (অভিমান)
যাচ্ছি বলে সেই যে গেল
আর ফিরলো না
অভিমান বড়ই কঠিন
সহজে ভাঙা যায় না......
                                         (একতা)
তুমি-আমি, আমি-তুমি
স্বতন্ত্র ভাবনা
আমরা বলা
কি অভ্যাস করা যায় না?
                                          (উড়ান)
একটা চঞ্চল পাখি
উচুতে উড়ছে
খুজঁছে অনুগামী ছায়া
                                          (রন্ধন)
এক গেঁয়ো বধু
কাঠ জ্বালিয়ে রুটি সেঁকছে
ঘরময় কাশির গমক
                                          (ধুপছায়া)
এক সবুজ গাছ
নীচে বসে চাষি
মাথাভর্তি ছায়া



সূত্র--নীচের তিনটে হাইকু হিন্দি থেকে বাংলায় অনুবাদ! ধুপ-রোদ্দুর!