বেঁধেছিলে সাতপাকে--
বলেছিলে সাত জনমের চুক্তিতে আবদ্ধ,
প্রথমেই মন থেকে শরীর আলাদা করেছ
তারপর ধীরে ধীরে
শরীর থেকে হৃদয়টি কে--
শেষমেষ হৃদয়হীন শরীরের মাথাটাও কেটে নিয়েছ,
এখন যোনিসম্বল নিম্নাঙ্গে রোজ রক্তক্ষরণ--
সন্তাপে স্বাধীনতা চেয়েছি বারবার
পাইনি-
সুখী গৃহকোণ,সন্তানসন্ততি,বৈভব
এত সবকিছু পেয়েও কেন মনে হয়
মন্ত্রসিদ্ধ বিবাহ কি যৌথ সহবোধ নাকি দাসত্ব?


সত্যি বলতে কি আমি তোমাকে যথার্থ চিনেছি
কৃষ্ণ দ্বৈপায়ন...............