হাড়কাটা লেন এর পাশে আত্মীয়ার বাড়ি--যেতেই নিষেধাজ্ঞা--রাস্তার ওপাশে যাবি না--কেন? ওখানে অসভ্য মেয়েরা থাকে--তখন বয়ঃসন্ধিক্ষনের আলোয় হাটছি--আবছা আবছা বুঝলাম--কিছুদিন পর যুবক হলাম--কিভাবে? যেভাবে প্রত্যেকটা
পুরুষ হয় ঠিক সেইভাবে আর বুঝলাম --জীবনে দেহের একটা দাবি থাকে--আর ঐ অসভ্য মেয়েরা সেই দাবি মেটায়--তবে এটা ঠিক ওরা আজীবন মেয়েই থাকে
কেননা পেশা-দেহবিনিময় কিন্তু ওরা বিধিসম্মত বিবাহ নামক প্রথায় বাঁধা নয়--হাড়কাটা লেন এর প্রায় অন্ধকার আবহে অসভ্য মেয়েরা দাঁড়িয়ে হাসছে আর যেন বলছে ----' নোংরায় মাখামাখি না হলে পরিচ্ছন্নতা বুঝবি কিভাবে?'


শেষমেষ সারাংশটা বুঝে যাই--
সভ্য-অসভ্য,মান-সম্মান, ভাব-ভালোবাসা
এইসব আপেক্ষিক কথা--থাকলে কি আর না থাকলেই বা কি?
নষ্ট হওয়ার মত তুচ্ছ শরীর ছাড়া কিছু নেই............




বিশেষ--হাড়কাটা লেন একটা রেড লাইট এরিয়া