প্রেমিকের সংজ্ঞা
প্রনব মজুমদার


(অনুলেখা স্মরণে)
সাইকেলের রডে বসে ষোড়শী
চালক তার প্রথম পুরুষ,
সদ্যযৌবন
মানে না ভালোবাসার ব্যাকরণ,    
শুধু জানে  
হারিয়ে যাওয়ায় অনন্ত সুখ....


অলক্ষ্যে মন্দ্রিত হয়--
গাছের মত বিশ্বস্ততা
নদীর মত দোলাচল
জোছনার মত সরলতা
কাকলির মত কোলাহল
যার আছে
শুধু সেই ভালোবাসতে জানে...