অনুলেখা ১৭
প্রনব মজুমদার


(১)
(অনুলেখা আমি ও মালবিকা)
এই শ্যামমন্দিরের পাশে
রথের মেলায় যাবি
আলুকাবলি,চানামশলা,ফুচকা খাবি?
মালবিকার চোখে উত্সাহের ঝিকিমিকি
মাথা নেড়ে অনুলেখার পুরো সম্মতি
সত্তর দশক; বয়ঃসন্ধিক্ষণ
সামান্য আয়োজনেই মনে ব্যাপক আলোড়ন,
মাস্টারমশাই বলেছিলেন
জীবন একটা জাদুপুঁটলী
মানুষ হাতড়ে বেড়ায় হারানো জিনিষ
সারাজীবন...
(২)
(হম্বি-তম্বি)
কথায় কথায়
বকা-ঝকা তথা হম্বি-তম্বি করি
সে চুপ করে থাকে
পরে বলে--
জুটি'র একজন রেগে গেলে
আর একজন কে শান্ত থাকতে হয়
আজ আর সে নেই
চিরশান্ত হয়ে গেছে
আমার বকা-ঝকা তথা হম্বি-তম্বি গুলো
মাটিতে লুটোচ্ছে
'আপু' 'আপু' করে...
(৩)
(আলো)
সবকিছু আছে আমার ঘরে
শুধু অনুলেখা নেই
বসে আছি অন্ধকারে,
তাঁকে ডাকছি চুপিস্বরে
একটা জোনাকি এসে বললো
শব্দ উচ্চারণ মাত্র সত্য নয়
সত্য থাকে অনুভূতির ঘরে
এই নাও আমার আলো
অনুলেখা কে মননে দেখ প্রাণভরে...
(৪)
(এইইইইইইইইইইইইইইই)
জীবনসাথীর কোন বিকল্প নেই
চলে গেলে তাঁর মধুর স্মৃতি
বলে সুবাস ছড়িয়ে
এইইইইইইইইইইইইইইইইইই
কাছে থাক পাশে থাক আদরনীয় হয়ে...





সূত্র--অনুলেখা'র ডাকনাম 'আপু', মালবিকা-অনুলেখা'র বোন


বিশেষ--অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...