(আমি দূরে ইউনিট এ অনুলেখা তার বাড়িতে,সেই সময়ে মোবাইল ফেসবুক কিছুই ছিল না চিঠিই একমাত্র মনকথা লেখার মাধ্যম,অনুলেখার চিঠির গদ্য কে পদ্যরূপ দিলে এরকম হয়......)


প্রিয়জন অনুলেখা ১৩
প্রনব মজুমদার


অনুলেখা লিখেছিলো--


আঁচলে বেধেছি জুঁই
           তোমাকে দেব বলে
কেননা মদির গোলাপগুচ্ছ
           আমার কাছে নেই।
লিখেছি পোস্টকার্ডে
           দু-চার মনকথা
তোমাকে জানাবো বলে,
           কেননা নিমেষে জুড়ে যাওয়ার
ফেসবুক,হোয়াটস্অ্যাপ
           আমার কাছে নেই।
বিরহকাতর বটে
           তবে নই অভিমানিনী
অপেক্ষা ভালোবাসার মূলমন্ত্র
           আমি অন্তর থেকে জানি।
কিছু স্বপ্ন, কিছু আশা
           রেখেছি করতলে
তোমাকে দেব বলে


আঁচলে বেঁধেছি জুঁই.........


কবে আসবে সোনা?


উত্তরে লিখেছিলাম--


চাঁদ খিল খিল করে হাসছে
তারা রা ছুটোছুটি করছে
মিহিন বৃষ্টি ঝরছে
কিন্তু ভেজাচ্ছে না
শুধুই আদর করছে
এরকম টা সচরাচর হয় না
যেদিন হবে
সেদিন আমি তোমার প্রেমের সামনে
নতজানু হব প্রিয়তমা...





(অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতি অঁনুলেখা মজুমদার
স্মরণে...