'প্রতিদিনের রবীন্দ্রনাথ'
প্রনব মজুমদার
সারাটা বছর তোমার দেখা নাই
অথচ কাল সন্ধ্যা থেকে রাত অবধি
কি গানে কি নাচে কি কবিতায়
তোমাকে নিয়েই মাতামাতি
সকাল হতেই সব চুপ
নিজনিজ কাজে ব্যস্ত
ঘরের মেঝেয় পড়ে আছে
সাহিত্য-সংস্কৃতি অবিন্যস্ত
ঘরের তাকে তাকে সাজানো
না পড়া না বোঝা রচনাবলী,
তবে কি শুধু বৈশাখেই স্মরণাঞ্জলি?
না না তা নয় বছরভর
ধরে রেখেছি মনে রেখেছি
তোমারই সুরের প্রতিভাস
হে মহান 'প্রতিদিনের রবীন্দ্রনাথ'।
বিশেষ-কল্যানীয়া পিয়ালি সেনগুপ্ত কে