(১)
আমি ভোর গায়ে মাখি,সকাল কে চটকাই,দুপুর কে চিবোই,সন্ধ্যা কে ইশারা করি,রাত কে জড়িয়ে ধরি আর সারারাত স্বপ্ন কে মন্থন করি--
পরের দিন জন্ম নেয়--"ভোরের কবিতা"......
(২)
প্রভাতী চায়ে কবিতা,ব্রেকফাষ্ট এ কবিতা, দুপুরে ভাতের থালায় কবিতা,
বিকেলের জলযোগে কবিতা,রাতের রুটি'র থালায় কবিতা এমনকি
বিছানায় শুয়ে শুয়েও কবিতা,কবিতা কঠিন রোগ,একবার ধরলে আর ছাড়ে না এমনকি কবি চলে যাবার পরেও লিখে রেখে যায়--
"শেষের কবিতা".........


আচ্ছা বলো তো কবিরা কি সাইকো হয়?