(রাঙিয়ে দিয়েছো হৃদয় ভালোবাসায়)
প্রনব মজুমদার


স্মৃতি রেখে গেছ মনের পাতায়
মুছবো না আমি কখনো
রাঙিয়ে দিয়েছো হৃদয় ভালোবাসায়
ঋণী রয়ে গেছি এখনো
আসলে
তুমি-আমি একই উপন্যাসের চরিত্র আচমকায়
লেখকের ইচ্ছায় বসত আলাদা-আলাদা পাতায়
পাঠক বই বন্ধ করতেই
পরস্পরকে অপলকে ছুঁই
আত্মা বিলয় হয় আত্মায়...



(you painted colors in my heart)
Paul perry


you drew memories in my mind
I could never erase.
you painted colors in my heart
I could never replace
acctually
you and me are the characters of same story
planted  in different page by the author intentionally
when reader close the book
we get into touch by hook & by crook
our spirits reunite like a nuke


Perry poetry







বিশেষ-আমার প্রয়াত স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত।
কবি পল পেরী'র  কবিতার ভাবানুবাদ তথা ভাবসম্প্রসারণ