(টাচ এন্ড ফিল)
বাল্যবন্ধু মহাকালী মন্দিরের চত্বরে সাষ্টাঙ্গ প্রণাম করে
উঠে দাঁড়ালো
জিজ্ঞাসা করলাম মা কালীকে দেখেছিস?
ও না বললো
তোর বাবা দেখেছেন?
ঘাড় নাড়লো
তোর ঠাকুর্দা দেখেছেন?
ও হতভম্ব হয়ে গেল--
আমাকে তো ছেলেবেলা থেকে দেখছিস
তাহলে প্রণাম কর,
হঠাৎ কি যে হলো
ও আমাকে বুকে জড়িয়ে ধরলো
আর ফিসফিস করে বললো


প্রণাম শ্রদ্ধায় কিম্বা ভয়ে
আর ভালোবাসা শুধু ছুঁয়ে......



(এই কবিতার অনেকদিন পরে বন্ধু আমার প্রশ্নের উত্তর দিয়েছিল কিভাবে
দেখুন.......)


(সার্বজনীন মা)
বাল্যবন্ধু আমার কানটা কষে মুলে দিতেই
ব্যথায় ককিয়ে উঠলাম
আড্ডায় গিয়ে অন্য বন্ধুদের ব্যথার অভিযোগ করতেই
সবাই হতবাক--ব্যথার তো কোন চিহ্ন নেই
বাল্যবন্ধু হেসে জানালো
চাক্ষুষ উপলব্ধির চেয়ে
অনুভবের উপলব্ধি আদরনীয়
সারা জগতব্যাপী যিনি আছেন
তাকে অন্তর থেকেই দেখতে হয়
মাথা নত করে সার্বজনীন মা' কে প্রণাম করতেই
আবহে ধ্বনিত হল----'আয়ুষ্মান ভব:'.........


(মা' দিবসের মা)
কিশোর যুবক এমনকি মধ্যবয়স্ক হয়েও
যাকে হম্বিতম্বি করেছি
সে আজ আর নেই
আমার হম্বিতম্বিগুলো মাটিতে লুটোচ্ছে
'মা মা করে'.......
তাই শুধু 'মা দিবস' এ নয়
পৃথিবী'র সকল মা'কে চিরকালীন প্রণাম........