( জয় জগন্নাথ🌺🙏🏾🌺
আসরের সকল কবিবন্ধুকে রথযাত্রার হার্দিক শুভেচ্ছা)


যুবতীকে যুবক শুধায়
' এই হাত ধরাধরি করে
রথের মেলায় যাবি
ফুচকা,আলুকাবলি
পাপড়ভাজা খাবি?'
যুবতী হেসে জানায়
' দুর ছাই!' বস্ ছাড়বে নাকি
নতুন নতুন চাকরি
কত প্রজেক্ট!
এখনও অনেক পথ যেতে বাকি।
চিরকালের অলস দুপুর
দৌড় দেয় ব্যস্ততায়।
গড়িয়ে গড়িয়ে আসে বিকেল
মন উদাস হয় গোধূলিবেলায়
সন্ধ্যা নামে ল্যাপটপের পর্দায়।
এরই মাঝে বসের নজর বাঁচিয়ে
একটুসময় কবিতার আসরে ঘোরাঘুরি
বল না! আর কি করি?
'এই রথের মেলায় যাবি'
আবার একটা ই-মেল
ইগনোর চাবিটা টিপে দিয়ে
যুবতী বাড়ীর পথে পা বাড়ায়।
অলক্ষ্যে কেউ ফিসফিসায়;
চাবি টিপে দৃশ্য বদলেছো তোমরা
আর কি ফিরে পাবে সেইরকম
আনন্দসময়...




বিশেষ-পুনর্গঠন