( ১৬/০৫/২৩ এর সমীক্ষার ফলাফল)


(সমীক্ষা সমীক্ষা)
প্রতিষ্ঠিত কবি বলেন-
আমি 'মা' দিবসে মাকে নিয়ে
'নারী দিবস' এ নারীকে নিয়ে
কাব্য লিখি;
পাঠক ধন্য ধন্য করে
আমি সৃজনের সাফল্যে মগ্ন হয়ে থাকি...


মফস্বলের কবি বলেন-
আমি দশটা-পাঁচটা'র কেরানী
কি করে রাখি অতশত দিবসের গোনাগুনি
দিবস পেরিয়ে মাকে স্মরণে আনি(কবিতায়)
আর নারীকে মাঝেমধ্যে কবিতায় শোনাই প্রশংসার বাণী...


আমি সৌখিন কবি--
বলুন তো ভাই কাকে 'আইডল' মানি?



যুধিষ্টিরের টিকটিকি টা 'টিক টিক' করে উঠলো
কি বললো?
                  
                               (আগামীতে)
বিশেষ- পজিটিভ স্যাটায়ার



(সমাধান)
প্রনব মজুমদার


প্রতিষ্ঠিত কবির আরো 'নাম-যশ' চাই
মফস্বলের কবির 'প্রতিষ্ঠা' চাই
সৌখিন কবিদের এসবের বালাই নেই
মনের আনন্দে লিখে যান
যা ইচ্ছে তাই;
তাছাড়া
মা,স্ত্রী ও পুরো নারী সমাজ
ঘর-গেরস্থালির চার দেওয়াল
দুঃক্ষ-কষ্টগুলোকে করে রাখে আড়াল
শুধু এক বিশেষ দিবসে নয়
তাদের আমরা রোজ চাই
সৌখিন কবি তোমার মহতী ভাবনার জবাব নাই


আসরের সব সৌখিন কবি তোমাদের গড় করি
চাহিদা নয় মর্যাদায় তোমরা সব ভারী...