( আসরের সকল কবিবন্ধুকে ঈদ মোবারক)


(সিগন্যাল)
প্রনব মজুমদার


লাল যখন যুদ্ধ ঘোষনা করছে
নীল তখন একমনে বাঁশি বাজাচ্ছে
হলুদ মেতে আছে বসন্ত উত্সবে
সবুজ ভাবছে কার প্রিয় হবে
দূর থেকে দেখে ভাবছে সাদা
একদিন আমিও এইসব ছিলাম
কেড়ে নিয়েছে রাজার পেয়াদা
বলেছে বেঁচে থাক আধা-আধা।