(৩০০ তম'তে শুধু সবুজের কথা.....................)


চারাগাছগুলো ছোটো ছোটো ডালপালা নেড়ে নেড়ে
মাতা-পিতা গাছকে বলছিলো--আমাদের কি হবে?
মানুষ তো বনজঙ্গল কেটে সাফ করে দিচ্ছে
বহুতল অট্টালিকার নকশা বানাচ্ছে!
কি আর হবে আমাদের জায়গায় দাঁড়িয়ে থাকবে
  কাঠখোট্টা বেহায়া বহুতল
তারপর একদিন ভয়ঙ্কর কম্পন আসবে
বহুতল বদলে হবে সমতল,
শুধু থাকবে আদিঅন্ত বিশাল জল।
মানুষেরা আমাদের গোড়ায় সুতুলি বেঁধে দিতো
সিঁদুর লাগাতো,পুজো আচ্চা করতো।
জল এইসব ভনিতা না করে
আমাদের পা ধুইয়ে দিয়ে বলতো,
তোমরা সরল জান না কোনো ছল
এই নাও আমাদের গ্রহণ করো,তেষ্টা মেটাও
আর জীবনবায়ু ছড়িয়ে বিশ্বচরাচর করে দাও শীতল!
চারিদিকে অথৈ জল--আর কি আশ্চর্য!
তাতে ভাসমান ফালাফালা সেই বর্নাঢ্য পোষ্টার
'একটা গাছ লাগান একটা জীবন বাচান '!
হায় রে!বেইমান মানুষ--
যদি প্রকৃতির কথা একটু ভাবতো................