( দেশ বিদেশে ঘুরে ক্লান্ত মানুষ হারিয়েছে অনেক সম্পর্ক
এই দুঃখের ব্যঞ্জনায়.........)
নৈকট্য বজায় রাখো সতত
             দূরে সরে গেলে
সম্পর্ক হয়ে যায় ম্লান।
যেমন ভুলেছি পরবাসে
              রাঙা মাটির টান।
সাফল্যের বৈজয়ন্তী উড়িয়েছি বটে
কিন্তু গুটিয়ে আছে
             ভ্রমণ-ক্লান্ত প্রাণ।
আমাকে সতেজ করতে পারে
একমাত্র
গ্রামবাংলার নদীর ভাঙা পাঁজড়ে
মেলে থাকা
দলকলসের পাতা,উদালফুলের আভা
আর দেশজ মৃত্তিকার ঘ্রাণ।।