সপ্তপদী


(১)গর্ভে ধারণ করে- -জন্মদাত্রী
(২)লালন-পালন করে--মা(যশোধরা)
(৩)যৌবনে সঙ্গ দেয়--বান্ধবী
(৪)সংসার কে সাজিয়ে দেয়--স্ত্রী
(৫)ছেলে-মেয়েকে প্রেরণা দেয়-মা(গাইড)
(৬)বাবা-মা কে আজীবন খেয়াল করে--মেয়ে
(৭)দরকার হলে সমাজ-তথা দেশের হাল ধরে--নেত্রী


১ থেকে ১০ এর মধ্যে ৭ টা স্থান জুড়ি
যে আছে সে এক নারী
শুধু নারীদিবস কেন
নারী-পুরুষ সবারই শুরু যার মাঝে
আজীবন তাকে কি আমরা ভুলতে পারি?







বিশেষ-উত্সর্গ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার এর উদ্দেশ্যে