(লোক)
কিছু কিছু লোক সহজ সরল
কিছু কিছু লোক ভারি গোলগোল
কিছু লোক বনে যায় বোকা
কিছু চতুর যখন দেয় ধোকা
কিছু লোক বে-আব্রু হয়ে
নিজেকে জাহির করে
কিছু লোক ভাব আবেগে
তাকে বাহ্ বাহ্ করে
কিছু গুণী লোক বুঝে যায়
বাইরে যে যতটা জমকালো
ভিতরে ভিতরে তার ফুরিয়েছে আলো
শুধু কিছু লোক সত্যিলোকের মত
পৃথিবী তাকে মনে রাখে সতত!


                                (দেখা)
বয়সকালে--
     উঠতি বয়স চোখে যৌবনের আঠা
        দৃষ্টি তাই দ্রষ্টব্যে আটকে থাকা।
বয়স হলে--
     তাকানো আর দেখা এক নয়
     ঠিকমত দেখতে হলে--
     সযত্ন অবকাশ প্রয়োজন হয়,
     তবেই না চাক্ষুষের আবেগ ছাড়িয়ে
     অন্তরীন সৌন্দর্যের শাঁসে
                দাঁত বসানো যায়!