দিগন্ত থেকে জানতে চাইলেন অজ্ঞেয়--পরিচয়?
বললাম--আমি একটা শৈল্পিক উপন্যাসের অনুচ্ছেদ,একটা মিঠে পদ্য,একটা সাড়াজাগানো গল্প,একটা মন ভালো করা গান,একটা উজ্জীবনের স্লোগান--এইসব এর সমন্বয় অথচ আজ অবধি 'অপ্রকাশিত'।
দিগন্ত থেকে উনি বললেন 'ওকে ফাইন,ট্রাই নেক্সট টাইম'
আচ্ছা নেক্সট টাইম মানে কি পরজন্ম?
কিন্ত আগামীতে যদি পশুজন্ম পাই
দেহ একটা থাকবে বটে তবে মনন ছাড়াই
যাহোক আগামীর খোঁজে পা বাড়াই
ঝুকে দেখি সামনে বিশাল খাই
তুরন্ত ফিরে আসি দ্বিধা ছাড়াই


'পতন' এ আমার খুব ভয়
দিগন্ত থেকে ধ্বনিত হয়--'পতিত' হওয়ার থেকে 'অপ্রকাশিত' থাকা অনেক ভাল।