(১)
     হৃৎপিন্ডের অনাবিল ধ্বনি,
  যখন ঝরণার জলের মত শব্দ না করে
  সরোবরের জলের মত স্তব্ধ হয়ে রয়,
      যেন তুমি মজেছো ভালোবাসায়।
     নিশ্চুপ ভালোবাসাই স্মরণীয় হয়।
                               (২)
চোখ বুজলেই
                     তোমার ছবি
                                      মানসে।
ঠোঁট খুলতেই
                     তোমার গান
                                     বাতাসে।
বই মেললেই
                    তোমার ছবি
                                    পাতাতে।
এত কিছু করেও
                   তুমি অধরা
                            মেদুর স্মৃতিতে।
বোকা আমি বুঝি না
ভালোবাসা জ্যোৎস্নায় মিশে থাকে অবকাশে।