অনুলেখা ২৫
(স্বর্গীয়া শ্রীমতী অঁনুলেখা মজুমদার কে উত্সর্গীকৃত)


(১)
যাইইইইইইইইইইইইইইই
প্রনব মজুমদার


চড়াই আসে আর ফুরুৎ করে উড়ে যায়
কে জানে কোথায়?
একদিন মানুষের মুখোমুখি,
চড়ুই বলে--প্রত্যেক জীবনের আলাদা আলাদা গল্প থাকে
        কিন্তু উপসংহার একই হয়,
মানুষ হতবাক;
আরো বলে--ঠিক আমার মতন
এই আসি
এই যাইইইইইইইইইইইইইইই
অজানায়..........................


(২)
চোখ খুলতেই
অনুলেখা দূর আকাশে
চোখ বুজতেই
পাশে এসে বসে
বুঝি
সে আমার আগাপাশতলা জড়িয়ে আছে
অনুরাগের আবেশে...


(৩)
দরজা বন্ধ
মনের জানালা খোলা
প্রজাপতি আসছে-যাচ্ছে
জানাচ্ছে
প্রিয়সখী হারানোর কালবেলা,


চোখ দুটি ভিজছে
একলা একলা...





বিশেষ-অনুলেখা কাব্যসিরিজ আমার স্বর্গীয়া স্ত্রী শ্রীমতী অঁনুলেখা মজুমদার স্মরণে...