(ধরাশায়ী)
সবাই জানত আমার মাটির ঘর
তবুও প্রার্থনা করছিল তুমুল বৃষ্টির


আমি আর আমার ঘর ধরাশায়ী জলতরঙ্গে...


(খিদে)
রুটি ৪ দিনের বাসি
খিদে ৫ দিনের পুরনো
গরীব টা 'রুটি'গুলো গোগ্রাসে খেল
কেননা 'খিদে'র তুলনায় সেটা টাটকা ছিল


ভয় হয়;খিদের তাড়নায়
যদি কেউ পৃথিবীর মানচিত্র খেয়ে নেয়?







বিশেষ-উপরের দুটি কবিতা হিন্দি শায়েরী'র চেষ্টাকৃত বাংলা ভাবসম্প্রসারণ।শেষের পঙতিগুলো অনুবাদকের নিজ সংযোজন।