জন্ম আমার এই দেশেতে
মরতেও হেথা চাই
তোমার ঘিরে বুকের মাঝে
স্বপ্ন সাজাই তাই।


বায়ান্নতে রক্ত দিয়ে
কেনা মোদের ভাষা
এই ভাষাতে হাসে কাঁদে
লক্ষ শ্রমিক চাষা।


একাত্তরে রক্ত দিয়ে
কেনা আমার দেশ,
সবুজ শ্যামল আমার মায়ের
রূপের নেই যে শেষ।