আজকে সকল পরাশক্তি
হারিয়ে ফেলেছে বল,
করনার কাছে অসহায় সবে
ঝরছে চোখের জল।


মৃত্যু মিছিল হচ্ছে ভাঁড়ি
বাড়ছে নিত্য লাশের সারি,
নিথর দেহ থাকছে পরি
থাকছে না স্বজন।


থমকে গেছে দুনিয়া আজ
আটকা ঘরে সাহেব রাজ,
গরিব দুঃখীর নাইরে কাজ
জ্বলছে না উনুন সকাল সাঁঝ


রহম করো হে দয়াময়
দূর করো এই মৃত্যু ভয়,
দেখিয়ে দাও পথ মোদের
করতে জীবাণু জয়।


করেছি অনেক পাপ জানি
করেছি অনেক নাফারমানি
চাইছি ক্ষমা তোমার তরে
ফিরিয়ে আজ দিওনা মোরে।