বঙ্গবন্ধু


অত্যাচারকে তুমি পাওনি কখনো ভয়
কোন লালসার কাছে মানোনি পরাজয়।
চাওনি ক্ষমতা চেয়েছিলে অধিকার
ঘুচাতে চেয়েছো বাঙালির হাহাকার।
হে মহান, দেখিয়েছো স্বপ্ন স্বাধীন হবার
বাঙালিকে তাই দিয়েছো আশা বার বার।
সেই সাত মার্চ - দুই চোখে আজো ভাসে;
বাঙালি মেতেছিলো সৃষ্টি সুখের উল্লাসে
স্বাধীনতার ডাকে শুনিয়েছিলে অমর কবিতা
সেই ডাকে ঝাঁপিয়ে পড়েছিলো মন্ত্রমুগ্ধ জনতা।
অন্তরে জ্বেলেছিলে সে কী দ্রোহের আগুন
যুবক বৃদ্ধ তাই অকাতরে দিয়েছে তাজা খুন।
তুমি মুজিব বুঝেছিলে ব্যথা দুখী জনতার
চেয়েছিলে দিতে সবারে সাম্যের অধিকার।
কতবার তুমি বরণ করেছো অন্ধকার কারা
অন্যায় প্রস্তাবে কখনো তবু দাওনি সাড়া।
শাসকের রক্ত চক্ষু পারেনি টলাতে তোমায়
কোটি বাঙালির সালাম বঙ্গবন্ধু তোমার পায়।