একটি বছর ঘুরে বাঙালির তরে
আবার বৈশাখ এলো, আসলো রে ফিরে।
যাহা কিছু ভুল শব, তা শুধরে নিয়ে
পুরাতন টাকে আজ বিদায়ও দিয়ে
নব এই বছরের আমেজও নিয়ে
একটি বছর ঘুরে বাঙালির তরে
আবার বৈশাখ এলো, আসলো রে ফিরে।
জাত পাত আর সব, ক্রোধ যাও ভুলে
নব এই বছরকে ল বরণ করে।
জীবন সাজাও আজ সব নয়া করে
পুরনো যত ব্যর্থতা সব ভুলে গিয়ে
নব প্রচেষ্টায় ফের উঠব রে মেতে।
একটি বছর ঘুরে বাঙালির তরে
আবার বৈশাখ এলো, আসলো রে ফিরে
বাঙালি আজ হারাবে নিজেকে আনন্দে
আবার এলো প্রাণের বৈশাখ ঐ ফিরে।