ঘাম ঝরিয়ে কসরত করে ইনকাম করি আমি
হঠাৎ করে এসে বর্গি হাত পেতে চাই সালামি।
করি যদি প্রতিবাদ কপালে জোটে পাথরের আঘাত
হায় আমার দেশ স্বাধীন জাহেলিয়াত।
দেশটা তাদের ক্ষমতা যাদের যদি উচ্চ কর স্বর
খোলা ময়দানে রচবে তোমার কবর।


সতের বছর খাইনি বড্ড ক্ষুধার্ত এই মন
একটুখানি চাঁদা দিতেও কেন এতো কৃপণ?
আমরা হলাম দেশের নেতা চাঁদা মোর অধিকার
যদি করো গরিমিসি মটকে দিব ঘার।
বলি শোনো দেশবাসী বলি তোমার
শিক্ষা নাও চাঁদা দাও নতুবা এরপর তোমার।
আমার উপর প্রিয় নেতা ক্ষমতার পাহাড়
আইন আমার পকেট আর আঙুলে বিচার।
তোরা করবি উপার্জন আমরা করবো ভোগ
যদি বলিস কথা তোর গলায় দিব কোপ।