ও হে কবি! কি কাব্য শোনালে তুমি?
হৃদয় সাগরে আসলো জোয়ার
ভেসে গেলো ছিলো যতো ভীতিরও সমাহার।
ওহে মহা জাদুকর! কি মন্ত্র বলে করলে মুগ্ধ?
অকাতরে বিলিয়ে দিয়েছি রক্ত।
হে মহান নেতা! শুনে তোমারি আহ্বান
ভুলেছি ছিলো যা পিছুটান
হাতে নিছি অস্ত্র রাখতে মায়ের মান।
ওগো প্রিয়! কি আশা জাগালে মনে?
জেগে উঠল সুপ্ত আগ্নেয়গিরি বাঙালির প্রাণে,
অত্যাচারি শেষ হলো পুড়ে দাবানলে।
হে শ্রেষ্ঠ বাঙালি! কি যে স্বপ্ন মোদের দেখালে
এক হয়েছি বাঙালি জাতি ভেদাভেদ সব ভুলে।
ওহে গুরু! কি অমরত্বের পথ দেখালে মোদের!
ত্রিশ লক্ষ ভাই পথিক হলো সেই পথের।
কি তৃষ্ণা জাগালে বল বাঙালির প্রাণে?
বোঝালে মোদের স্বাধীন হবার মানে।
শেখালে ধরতে অস্ত্র মায়ের সম্মানে,
ওগো নেতা! তোমার নেতৃত্বে এলো স্বাধীনতা
বোনের ইজ্জত ভাইয়ের রক্তের বিনিময়ে।