পশ্চিমে ঐ মরুর বুকে মা আমেনার কোল জুড়ে
কে আসিলো রে এই জগতে তুলনা তাহার নাই,
পশু পাখি আকাশ বাতাস খুশিতে মাতাল তায়।
না বেটে না লম্বা চুল গুলি তার কোকরা কোকরা
বন্ধু বলেই ডাকে আল্লাহ, তার হয় কি তুলনা?
তাকিয়ে দেখরে অপলক, তাঁর নূরের ঝলক
কন্ঠে বহে ঝর্না ধারা মন হয়রে পাগল পারা
সত্য পথের ফেরিওয়ালা, সে আল্লাহর রাসূল।
মার খেয়েছে কাফের হাতে, দিনে বাণী পৌঁছে দিতে
তুবুও তিনি করেছে দুয়া ক্ষমা কর হে আল্লাহ।
না বুঝেই করেছে গুনাহ অবুঝ তোমার বান্দা
ক্ষমা করো ক্ষমা করো খোদা সব উম্মতের গুনা।