পরিবার নামক নৌকা খানার বৈঠা নিয়ে হাতে
উজান তরে বাইছি তরী নেমে প্রখর স্রোতে।
ছেড়া পালের ভাঙ্গা তরী ঠিক মত না চলে,
ছোট্ট ঢেউয়েই ডুবু ডুবু এদিক ওদিক টলে।
নৌকাতে মোর যাত্রী অনেক রাখতে হবে খেয়াল
জীবনটাকে রেখে বাজি তাই ধরেছি হাল।
সকাল দুপুর রাত্রি চলে পথের হয়না শেষ
হাল ধরেছি এমন নায়ের যাত্রা নিরুদ্দেশ।
বায়তে তরী ক্লান্ত যখন হতাশা দুই চোখে
সবার কথা চিন্তা করে ব্যাথা লাগে বুকে।
ভাঙা নায়ে চলছি বেয়ে নেই তার ছায়
কঠোর রোদে ফাটছে ছাতি প্রাণ যায় যায়।
দুই চোখেতে ঘোর আঁধার আশার আলো কম
ফুসরোত নাই এক মুহুর্ত নিতে পারি দম।
কোন কূলে যায় ভেবে না পাই হারিয়েছি দিশা
ভরসা তিনি সবার উপর আছেন যিনি বসা।