মাটির গড়া মানুষ মরা
মাটিতে পরিচয়।
মাটির বুকে ফিরে যাবো
যে দিন সময় হয়।
মাটি নিয়ে গর্ব মদের,
মাটি নিয়ে ভয়।
মাটি নিয়ে ভাইয়ের ভাইয়ের
যত সংঘাত।
মাটি নিয়েই পৃথিবিতে
যত যুদ্ধ বিবাদ।
মাটিতেয় করেছে যেন পাগল উদাস।
যে মাটির পিছু
দৌড়ে মরি সারাটা জীবন,
ভাবিনি কখনোই কী তার ফল।
সাড়ে তিন হাত জাগা হবে,
তোমার সম্বল।
এত মাটি সব কিছু,
পরে রবে সে দিন।
সাড়ে তিন হাত
মাটির নিচে ঘুমাব আমি যেদিন।