আবেগটাকে না পারি রাখতে বেধে।
চলে আসে বার বার,
মনের বাধন ছিঁড়ে।
সেই আবেগ দিয়ে
দেখে ছিলাম তোমাকে
তাইতো কষ্ট গুলি,
বাসা বেধেছে,মনের মাঝে।
আবেগটাকে রূপ দিয়ে ছিলাম,
ভালোবাসা বুলে।
বুঝতে পারিনি সেই দিন
আবেগের মহে চলেছি
কোন পথে।
বুঝতে পারিনি আবেগটা
হয় খনিকের।
তার কষ্ট বইতে হয় আজীবন।
সুধু ভালোবাসাকে করেছি দোষী
আবেগকে রেখেছি
দুধ কলা দিয়ে পুষি।
দিয়েছি ভালোবাসাকে বদ নাম।
বুঝিনি আবেগ কতো বড় শয়তান।
ভালোবাসা যে পবিত্র
তার কোনো দোষ নায়।
আবেগের মহে করেছি সব,
তায় সব দোষ আমার।