যে শিক্ষক মদের দিয়েছে শিক্ষা
ধরতে শিখিয়েছে কলম।
যে শিক্ষকের জন্য
আজকে মদের উন্নত,
জীবন যাপন।
পিতা মাতার পরেই
দিয়েছে বিধাতা শিক্ষকের মর্যাদা।
ছাত্র হয়েও করলি কি তুই,
শিক্ষকের লাঞ্ছনা।

দেশ মাতার কলঙ্ক যে তুই।
তুলেছিস হাত শিক্ষকের গায়ে
তোর সিনা কী একটুও কাঁপিলো না রে?

শিক্ষক তোর গুরু জন,
পিতা মাতার সমান।
সেই শিক্ষকের করলি অপমান
ওরে ছাত্র নামের শয়তান।








আজ কয়েকটা ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলেছে। কবিতাটা ঘটনা স্থলেই  লেখা।
আজ এই ডিজিটাল ছাত্ররা এই শিক্ষায় শিক্ষিত হচ্ছে।হাইরে মদের শিক্ষা।