প্রতিদিন যায় কটি কটি টাকা,
বিড়ি,সিগারেটের পিছে।
ভেবেছো কী কেউ একটি বার
তা যাচ্ছে মিছে মিছে।

মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছো
সিগারেটের ধুয়া খেয়ে।
ক্যান্সারকে আমন্ত্রণ করছো
আপন দেহোগ্রীহে।

কতো লোক না খেতে পেরে
ভুগছে ক্ষুধার জালা।
এদিকে তুমি পুড়িয়ে ফেলছো
শত শত টাকা।

নিকটিনের ধুয়া না খেয়ে
যদি দিতে গরিবের হাতে,
আল্লাহ তোমার রক্ষা করতো
কঠিন আখেরাতে।